দেশের প্রথম পৌরসভা হিসেবে আইএসও সনদ পেলেন রাউজান
আমির হামজা, রাউজান: দেশের প্রথম পৌরসভা হিসেবে আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এর সনদ পেলেন চট্টগ্রামের রাউজান পৌরসভা।
আজ (১১ মার্চ) সোমবার সকাল ১১ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে আইএসও’র একটি প্রতিনিধি দলের কাছ থেকে এই সনদ গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই সময় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, আইএসও প্রতিনিধি দলের জিআইসির দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট রাজেশ কোরাঠাট্ট বিজয়ন, আরিফুল হক মানিক, রাসেল মনির চৌধুরী, বিল্লাল হোসাইন।
সভা শেষে পৌরসভার পক্ষ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় এক হাজার ডাস্টবিন বিতরণ করা হয়।