চুয়েটে নতুন নিয়োগ, আবেদন করুন দ্রুত
চাকরির খবর: চুয়েটে নতুন নিয়োগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নিম্নবর্ণিত স্থায়ী/অস্থায়ী পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদ করা যাবে এপ্রিল মাসের ২৫ তারিখ পর্যন্ত।
পদের নাম, পদ সংখ্যা ও জাতীয় বেতন স্কেল-২০১৫
১: সহযোগী অধ্যাপক। স্থাপতা বিভাগ-২টি পদ। বেতন স্কেলঃ ২০০০০-৭১২০০/বয়স: সর্বোচ্চ ৪৮ বৎসর।
২। ক) ডেপুটি রেজিস্ট্রার-১টি শব্দ, খ) সিনিয়র চীফ টেকনিক্যাল অফিসার (শীট মেটাল ও ওয়েন্ডিং শপ)-১টি পদ,
সর্বোচ্চ ৪৫ বৎসর। গ) সিনিয়র চীফ টেকনিক্যাল অফিসার (মেশিন শপ)-১টি পদ, ঘ) সিনিয়র চীফ টেকনিক্যাল অফিসার (উড গুরার্কশপ)-১টি পদ। বেতন স্কেলঃ ৪০০০০-৬৯৮৫০/-
৩। সহকারী অধ্যাপত্য ক) যন্ত্রকৌশল বিভাগ-১টি পাস, খ) মেলট্রেনিএইডস্ট্রয় ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি পদ। বয়স ৪০ বৎসর। বেতন স্কেলঃ ০৫৫০০-৬৭০১০/-
৪। জ) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (ICT Cell)-১টি পদ, খ) নিবাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন)-১টি পদ। সর্বোচ্চ ৪০ বৎসর, বেতন স্কেল। ৩৫৫০০-৬৭০১০/-
৫। ক) সহকারী পাইব্রেরীয়ান-১টি পদ, খ) সহকারী পরীক্ষা নিয়হক-১টি পদ। বয়স ৩৫ বৎসর। বেতন স্কেল। ২৯০০০-৬৩৪১০/-
নোট: ৬ নম্বর থেকে ১৬ পর্যন্ত চাকরির আবেদন কারির বয়স ১৮-৩০ পর্যন্ত।
৬। ক ) ব্যায়ামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (অধ্যাপক পদের বিপরীতে)-১টি পদ, খ) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ-২টি পদ, গ) ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি স্থায়ী ও ১টি অধ্যাপক পদের বিপরীতে)- ২টি পদ খ) ম্যাটেরিয়ালস্ এন্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে)-১টি পদ। বেতন স্কেলঃ ২২০০০-৩০০/-
৭। ক) সেফশদ অরিলায়-এটি পণ, খ) সহকারী প্রোগ্রামার (পরীক্ষা নিয়তফের দত্তর)-১টি পদ, গ) পিও টু প্রো-ভিনি-১টি পদ। বেতন স্কেলঃ ২২০০০-৫৩০০০/-ক) সহকারী টেকনিক্যাল অফিসার (সিএসই বিভাগ)-২টি পদ, ঘ) ক্যাড অপারেটিং-২টি পদ। বেতন স্কেলঃ ১৬০০০-৩৬৪০/-
৯। ফার্মাসিস্ট কাম-স্টোর কিপার-১টি পদ।
বেতন স্কেলঃ ১২৫০০-৩০০/-
১০। হিসাব রক্ষক, বেতন স্কেলঃ ১১০০০-২৭০০০/-
১১। হার্ডওয়ার টেকনিশিয়ান (ICT)-১টি পদ। বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/-
১২। ল্যাব্য সহকারী (পদার্থ বিজ্ঞান বিভাগ)-১টি পদ। বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/-
১৩। ক) লাইব্রেরী সহকারী -২টি পদ, খ) টেলিফোন লাইনম্যান-১টি পম, গ) বায়ুটি (পুরুষ/মহিলা) ২টি পদ। বেতন স্কেলঃ ৯০০০-২২৪৯০/-
১৪। গ্যাস মেকানিক (প্রকৌশল দপ্তর)-১টি পদ। বেতন স্কেলঃ ৯০০০-২১৯০০/-
১৫। ক) অফিস সহায়ক-৪টি পদ, খ) ল্যাবঃ এটেনডেন্ট-৬টি পথ। বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০/-
১৬। ক) পরিচ্ছন্নতা কর্মী (মালী পদের বিপরীতে)-১টি গদ, খ) ডাইনিং ন্যয় (মহিলা)-২টি পদ, গ) নিরাপত্তা প্রহরী (মালী পদের বিপরীতে) ২টি পদ, ঘ ) আয়া-২টি পদ, ৪) হেলপার (কার্পেন্টার)-১টি পদ। বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
আবেদনের শর্তাবলী……
১-৮ নং পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপরের নির্ধারিত ফরমেট ওয়েব সা www.cuet.ac.bd থেকে সারাহ করা যাবে।
খ) ৯-১৬ নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শতাবলী ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
গ) ১-৮ নং পদের জন্য ৫০০/- টাকায় এবং ৯-১৬ নং পদের জন্য ৫০০/-টাকার সোনালী ব্যাংক লিঃ এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিঃ, সি.ইউ.ই.টি, শাখা, চট্টগ্রাম-এর অনুকূলে ” রেজিস্টার CUET, চট্টগ্রাম”-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঘ) ১ নং পদের আবেদনকারীর ১০ (দশ) সেট দরখাস্ত, ২-৮ নং পদের জন্য ৭ (সাত) সেট দরখাস্ত এবং ৯-১৬ নং পদের আবেদনকারীর ০২ (দুই) সেট দরখাস্ত আগামী
আবেদনের শেষ সময়: ২৫/০৪/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন সময়ে। পৌঁছাতে হবে।
৩) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়।
চ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বানীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি নাতনি) বয়দের উওলীমা
শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিল যোগ্য।