রাউজানে ধূমপান বিরোধী সেমিনারে ফজলে করিম এমপি
রাউজান পৌরসভার আয়োজনে ধূমপান বিরোধী সেমিনার ও গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি
প্রদীপ শীল, রাউজান: তামাক ও মাদকমুক্ত রাউজান গড়ার লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ধূমপান বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(৬ এপ্রিল) বেলা ২টায় রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী।
বক্তব্য রাখেন গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হাবিবুল হক, শ্রমিক নেতা ইউনুস মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় রাউজান পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি নেতৃবৃন্দ ও স্কাউট ও গার্ল গাইড সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন শিক্ষক, ইমাম, শ্রমিক ও ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, আমার জীবনে কোনদিন ধূমপান ও অন্যকোন নেশা করি নাই। আমি রাউজানকে ধূমপান মুক্ত এলাকা ঘোষনা করতে চাই। ধূমপান মুক্ত রাউজান গড়তে সকল শ্রেণী-পেশার মানুষকে যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রজন্মকে মুক্ত করে মাদক ও ধূমপানমুক্ত সমাজ বিনিমাণ করতে হবে।
আলোচনা সভা শেষে রাউজান পৌরসভার আয়োজনে ধূমপান বিরোধী কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।