খবরাখবর

সড়ক দুর্ঘটনায় চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু, উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধ

আমির হামজা, রাউজান: সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ (২২ এপ্রিল) সোমবার বিকালে কাপ্তাই সড়কে বেপরোয়া যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংর্ঘষে হলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শান্ত সাহা গ্রামের বাড়ি নরসিংদী উপজেলার নরসিংদী সদরের ৪নম্বর ওর্য়াডের কাজল সাহা ছেলে।

নিহত অপরজন হলো তৌফিক হোসেন তাঁর বাড়ি নোয়াখালী নিউ কলেজ রোডের সুধারাম ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

তাদের মৃত্যুর খবর পাওয়া পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে কাপ্তাই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত বাস ভাঙাচুরা করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শাহ আমানত বাস ও শিক্ষার্থীদের মোটরসাইকেলে মধ্যে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জাবেদ মিয়া বলেন, কাপ্তাই সড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও এবারকেয়ার হাসপাতালে পাঠান হলো চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button