অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, ২ বাসে আগুন
আজ বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং কাল সকালে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ
আমির হামজা, রাউজান: সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ৫ দিনের মাঝে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম ও একাডেমিক পরীক্ষাসহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চুয়েট কর্তৃপক্ষ।
আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জরুরী এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে থাকা শাহ আমানত বাসে আগুন ধরিয়ে দেওয়া পর, বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আমানতের আরোও একটি বাস কাপ্তাই সড়কে এনে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাদের আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে ও ছাত্রীদের কাল শুক্রবার সকাল ৯টায় হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.শেখ মোহাম্মদ হুমায়ূন কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এদিকে শিক্ষার্থীদের দশদফা দাবিতে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা প্রত্যাখান করে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।