আমার ক্যাম্পাস

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৭০.৬২%, জিপিএ-৫ পেল ৫৭ জন

অর্ণব মল্লিক, কাপ্তাই: সারাদেশে একযোগে রোববার (১২ মে) প্রকাশিত হলো ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

এবছর এসএসসির ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় গতবছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক প্রাপ্ত ফলাফলে এবছর রাঙামাটি কাপ্তাই উপজেলা হতে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ শত ২৬ জন এবং শতকরা পাশের হার ৭০.৬২%। অথচ গত বছর ২০২৩ সালে পাশের হার ছিল ৭৬.৫৪%।

এছাড়া এবছর ২০২৪ সালে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। যা গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে ছিল ৭৫ জন।

এদিকে এবছর কাপ্তাই উপজেলায় অংশ নেওয়া ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৎমধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল হতে ৩৮ জন, কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় হতে ১২ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কাপ্তাই শহীদ সামদুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, এবং নারানগিরি স্কুল হতে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৭.৯০%। এবছর উপজেলার ২টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন পরীক্ষার্থী। তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া কাপ্তাইয়ে কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৭.২২%। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে, কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, তাঁর সাক্ষরিত বিবরণীতে কাপ্তাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশিত করা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button