খবরাখবর

হাটহাজারীতে চেয়ারম্যান ইউনুস, ভাইস চেয়ারম্যান জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা

সুমন পল্লব, হাটহাজারী: দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার আওতাধীন ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১০৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার রাত ১০ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুস গণি চৌধুরী (আনারস) ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোঁড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট।
বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯ শ ৯২ ভোট।

চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪ শ ৮৮ ভোট।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১ শ ২৩ ভোট।

এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮শ ২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ৮ হাজার ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা বেগম (ফুটবল প্রতীক) ৩৩ হাজার ৭শ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি) পেয়েছেন ২৩ হাজার ৬ শ ২৭ ভোট।

শারমিন আক্তার( হাঁস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৫ শ ৭৭ ভোট, এছাড়া কলস প্রতীকের মোক্তার বেগম মুক্তা ১৮ হাজার ৭ শ ৪২ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান গনমাধ্যমকে জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।

এই উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ, ৫৭ হাজার, ৪ শ ৪৮ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬শ ৪৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৮ শ ৫ জন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Please follow and like us:

Related Articles

Back to top button