জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার (২৫ মে-২০২৪) সন্ধ্যা রাত সোয়া ৭ টায় সিরাজগঞ্জ শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন হাসান, অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, অতিরিক্তজেলা প্রশাসক( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন বিপিএএ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর এ এইচ এম জাহাঙ্গীর আলম।
আরও আলোচনা করেন, জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।
কবিতা আবৃত্তি করেন, জেলা শিশু একাডেমির শিশুরা,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের আবৃত্তিকারেরা এবং শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।