কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অর্ণব মল্লিক, কাপ্তাই: “পরিকল্পনায় অংশগ্রহন, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ, কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তজার্তিক জীববৈচিত্র্য দিবস-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ মে) বেলা ১১টায় র্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এএসএম মহি উদ্দিন চৌধুরী সঞ্চালনায় উক্ত অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি প্রতিবছরে ২২মে দিবসটি উদযাপন করে আসছে।