বেনাপোল সীমান্তে ইয়াবা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সোহাগ হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোলে সীমান্তে বালিশের নিচে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান রাসেল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে অপর দিকে ১০০ পুরিয়া হেরোইনসহ সালাউদ্দিন(৪২) ও রেকসোনা(৪০)দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটকৃত আসামী হলেন, বেনাপোল পোর্টথানার গাজীপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সালাউদ্দিন হোসেন (৪২) ও সাদিপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের স্ত্রী রেকসোনা বেগম (৪০) উভয় থানা বেনাপোল যশোর। আটক মেহেদী হাসান রাসেল গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।
সোমবার (৩ জুন) দুপুরে পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ রেজাউল মার্কেটের আল-আরাফ খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ফুটপাতের উপর হইতে হেরোইনসহ তাদের আটক করা হয়।
একই দিনে সোমবার ভোরে বেনাপোল পৌরসভার গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ( ওসি)সুমন ভক্ত বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।