খবরাখবর

ধুবিল গ্রামে পলিথিন বর্জন অভিযান উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি প্রদর্শন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: “আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণ ভূমিকা রাখি ” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কমিউনিটিতে পলিথিন বর্জন অভিযান উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ জুন) বিকেল রায়গঞ্জ উপজেলার ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয়ে
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ গুলশান আরা।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আজিজুর রহমান, ধুবিল গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতিোঃ নূরুল ইসলাম, ব্র্যাক ইপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র
বিদ্যালয়ের সকলশিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং সুধীজন, সলঙ্গা ব্র্যাক ইপিজি কর্মসূচির শাখার কর্মসূচি সংগঠকরা।

আলোচনা সভায় আলোচকগণ বলেন
শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলিথিনের অপকারিতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে দিক সম্পর্কে আলোচনা করেন।

প্রতিটি বাড়ি ২ টি গর্ত করে একগর্তে পচনশীল আবর্জনা অন্যগর্তে পলেথিন ও প্লাস্টিক সামগ্রী রেখে পরে তা নিরাপদ স্থানে নিয়ে আগুনে পুড়ে ধ্বংস করতে হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button