খবরাখবর

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

চেয়ারম্যান পদে মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যানে আনিসুর রহমান ও উম্মে নূর পিয়ারা নির্বাচিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ভাবে পুরো উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আব্দুল মতিন চৌধুরী তার আনারস প্রতিকে ১৭২৮৬ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম রেজা দোয়াত কলম প্রতিকে ১০৮০১ ভোট, এস.এম.শহিদুল্লাহ সবুজ ঘোড়া প্রতিকে১০৮০১ ভোট পান।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে – মোঃ আনিসুর রহমান টিউবওয়েল প্রতিকে ১৭১৪০ ভোটে পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম রেজা চশমা প্রতিকে ১৫৯৫৪ ভোট পান, হাফিজুর রহমান তালা প্রতিকে ৬৭০৭ ভোট পান, শরিফুল ইসলাম মঞ্জু উড়োজাহাজ প্রতিকে ৫১২৭ ভোট পান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- উম্মে নূর পিয়ারা ফুটবল প্রতিকে ১৬০১৭ ভোট পেয়ে বিজয় হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা ওয়াজেদ হাঁস প্রতিকে ১৫১২৪ ভোট পান।

কামারখন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে , কামারখন্দ উপজেলায় ৪টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৭ শত ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৯ শত ২০ জন এবং মহিলা ভোটার ৫৯ হাজার ৮ শত ৪১ জন।

Please follow and like us:

Related Articles

Back to top button