ফিচার

প্রেমের টানে ফটিকছড়িতে এসে বিঁয়ের পিঁড়িতে বসল শ্রীলঙ্কার তরুণী

রফিক তালুকদার, ফটিকছড়ি: বিভিন্ন দেশ থেকে প্রেমের টানে আমাদের দেশে ছুটে আসছেন বিভিন্ন প্রেমিক প্রেমিকা। তাদের অনেকেই বিবাহ বন্ধনেও আবদ্ধ হচ্ছেন। যা সম্প্রতি ভাইরাল খবরে রুপ নিচ্ছে।

এরকম একটি ঘটনা এবার ঘটল ফটিকছড়িতে।
প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক প্রবাসী যুবককে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী।

বৃহস্পতিবার,এ দম্পতির ১ লাখ ১ টাকা
বিয়ের কাবিনে আকদ সম্পন্ন হয় আর শুক্রবার রাতে তাদের বিয়ে পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার পুত্র।

জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক সুন্দরী তরুণীর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার বাংলাদেশে আসেন। বিয়ের পর নব দম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনরা।

তবে জনতার ভীড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখা হয় বলে জানান, মোরশেদের ছোট ভাই রাকীব। তিনি জানান,তাঁর ভাবী নববধুর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে।

Please follow and like us:

Related Articles

Back to top button