সিরাজগঞ্জে ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাশক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামসুল আজম।
স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। এসময়ে বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিনেরা উপস্থিত ছিলেন।