খবরাখবর

খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইহাটে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

আবদুল আল মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে শান্তি এক্সপ্রেসের এক কর্মচারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম(৩০) লক্ষ্মীছড়ির ২নং ওয়ার্ড, পশ্চিম জুর্গাছড়ির বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে বলে লক্ষ্মীছড়ির ১নং ইউনিয়ন পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন জানিয়ছেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীদ) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অস্তিরতা বিরাজ করছে। তাদেরই ছোড়া গুলিতে ওই যুবক নিহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

বাঘাইহাট শান্তি কাউন্টারের লাইনম্যান জসিম উদ্দিন বলেন, কাউন্টারের সামনে গাড়ি রেখে সুপারভাইজার নাইম(৩০) পাশের পুকুরে গোসল করতে যান। পরে গোলাগুলি শুরু হলে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন আহত হয়। তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।

Please follow and like us:

Related Articles

Back to top button