খবরাখবর

ফটিকছড়িতে দুই ইউপিতে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা

মো: রফিক তালুকদার, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপির ৪ নম্বর ও সুন্দরপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড়ের উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বিচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৭ জুলাই উক্ত দুই ওয়ার্ড়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৭ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, বাছাই পরবর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্ধ ১১ জুলাই এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।

প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান, আগামী ২৭ জুলাই সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ইবিএমের মাধ্যমে উক্ত দুই ইউনিয়নের দুই ওয়ার্ড়ে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। আশাকরি নির্বাচনের সব কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য ভূজপুর ইউপি ৪নং ওয়ার্ড়ের সদস্য এরশাদ উদ্দিন জোহাকে বহিষ্কার এবং সুন্দুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের সদস্য শহিদুল্লাহ সিকদার পদত্যাগ করাই উক্ত দুটি ওয়ার্ড়ের সদস্য পদ খালি হয়।

এদিকে তফসিল ঘোষণার পরপরই শুরু হয়েছে দুই ইউপির উক্ত দুই ওয়ার্ড়ে নির্বাচনি আমেজ। সর্বত্রই চলছে নির্বাচনি আলোচনা। কারা হতে যাচ্ছেন প্রার্থী,কে প্রার্থী হলে ভাল হবে। কে জয়ী হবেন। এসব বিষয়ে চলছে আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা।
সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয়ে ছুটে চলছেন। এলাকার বিবাহ মেজবান মাহফিল অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জানান দিচ্ছেন নির্বাচনে তিনি প্রার্থী হবেন।

Please follow and like us:

Related Articles

Back to top button