খবরাখবর

ফটিকছড়িতে ছিনতাইয়ে শিকার স্কুল শিক্ষিকা

 

ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। অস্ত্রের মুখে ওক্ত শিক্ষিকার কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে ছিনতাইকারীরা।

সোমবার (১ জুলাই) উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার প্রতিদিন ওই সড়ক ধরে বিদ্যালয়ে যাতায়াত করেন। সকালে মেঘ-বৃষ্টি থাকায় নাজিরহাট ঝংকার থেকে সিএনজি অটেরিক্সায় উঠে তিনি বিদ্যালয়ে যাত্রা শুরু করেন। অটোরিক্সায় উঠেন যাত্রীবেশী আরো তিনজন যুবক।

গাড়িটি সড়কের মাদ্রাসাতুল মদিনার কাছে গেলেই যাত্রীবেশী তিন ছিনতাইকারী যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সাথে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে চম্পট দেয়।

শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘এমন পরিস্থিতি অকল্পনীয়। আমি ওই সড়ক ধরে প্রতিনিদিন কর্মস্থলে যাতায়াত করি। আমার বাড়ি আর বিদ্যালয় অতি কাছাকাছি। অটোরিক্সায় থাকা সবাই উঠতি বয়সি। তারা অস্ত্রের মুখে আমার সর্বস্ব চিনিয়ে নিয়েছে।’

ওই বিদ্যালয়ের শিক্ষক মোঃ শামীমুল হাসান বলেন, ‘একজন সম্মানিত শিক্ষকের সাথে এমন ঘটনায় আমি শিক্ষক হিসেবে ব্যথিত। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please follow and like us:

Related Articles

Back to top button