এনায়েতপুরে মহাযোগী ব্রজেন্দ্র নন্দন বাবাজী স্মরন উৎসবের সভা অনুষ্ঠিত
সুমন পল্লব, হাটহাজারী: চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহ দুলাল বলেছেন সমাজ যখন কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ে তখনই সমাজকে আলোকিত করতে মহাপুরুষের জন্ম হয়। তাঁদের দেখানে পথে সমাজ পরিচালিত হলে তবেই মানুষ সঠিক পথে ফিরে এসে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়। এতে করে সমাজের কুসংস্কার দূরীদূত হয়।
সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করতে মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে এই মহাযোগীর আদর্শ অনুসরণই করতে হবে।
তিনি গত বৃহস্পতিবার( ৪জুলাই) রাতে হাটহাজারী এনায়েতপুর গ্রামে মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্ নন্দন সাধু বাবাজীর ১১৬ তম আর্বিভাব উৎসব উপলক্ষে আয়োজিত স্মরন সভা, কুতি শিক্ষার্থী সংবর্ধনা, মাতৃসম্মেলন, স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
ভজন কুঠির আশ্রম চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ফটিকছড়ি শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামী উজ্জ্বলানন্দ ব্রক্ষচারী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভজন কুঠির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার জুয়েল দাশ।
অর্থ সম্পাদক শিক্ষক সনজয় দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,ভজন কুঠির পরিচালনা পরিষদের উপদেষ্টা কৃষিবিদ অনুপম বড়ুয়া, হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অলক মহাজন ও শিক্ষক সুজন তালুকদার, সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম, প্রবীন শিক্ষাবিদ সূনীতি বিকাশ আচার্য, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রাসেল নন্দী ও রিটন কুমার নাথ। উপস্থিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।