আমার ক্যাম্পাস
কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ডাক
অর্ণব মল্লিক, কাপ্তাই: সারাদেশ ব্যাপী শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সাথে ঐক্যবদ্ধতা ঘোষণা করে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা এবার আন্দোলনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার রাত ১২ টায় শিক্ষার্থীরা বিএসপিআই ক্যাম্পাসে ঐক্যবদ্ধ হয় এবং একটি মিছিল বের করে।
পরে মিছিল শেষে আগামীকাল সকাল ১০টায় তারা সাধারন শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ এবং কোটাবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও বিএসপিআই শিক্ষার্থী মোঃ ফরহাদুল ইসলাম সহ একাধিক শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এদিকে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে কাপ্তাই বিএসপিআই মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে।
Please follow and like us: