রাউজানে বিদেশি পাখি ও ৮ বাচ্চার ঠিকানা হলো লস্কর দিঘিতে
আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে জালে আটকে পড়া পরিযায়ী বা অতিথি পাখি ও আটটা বাচ্চা উদ্ধার করার পর তাদের ঠিকানা হয়েছে ঐতিহাসিক লস্কর উজির দিঘীতে।
(২৮-জুলাই) রোববার দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের স্থানীয় একটি ছড়া হতে এ পাখিগুলো জালে আটকা পড়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয় যুবক মো: ওসমান।
পরে এলাকায় লোকজনসহ পাখিগুলো দীঘিতে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে ওসমান জানান, জমিতে কাজ করতে গেলে পাখিগুলোকে দেখতে পাই। একটি জালে দুটি বড় পাখি আটকা পড়েছে। কাছাকাছি গিয়ে দেখতে পাই সেখানে আরো ছোট ছোট কিছু বাচ্চা রয়েছে। এছাড়াও কয়েকটি বাচ্চা পাখি মারা গেছে।
এসময় পাখিগুলোর প্রতি মায়া জমে যুবক ওসমানের। আটকে পড়া জাল থেকে পাখিগুলো উদ্ধার করেন তিনি।
তিনি পাখিগুলো দেখে চিনতে পারেন, এগুলো অতিথি পাখি। পরে ঘরে এসে বাতিল নিয়ে বাচ্চা ও পাখি দুটি উদ্ধার করে।
ওসমান আরোও জানান, প্রতিবছর শীতের সময় এলে আমাদের স্থানীয় গ্রামের কদলপুরে লস্কর দিঘিতে এই পাখি গুলো আসে। সেখানে তাদের আড্ডা বসে। তিনি সিদ্ধান্ত নেন এই উদ্ধার করা পাখি গুলো দিঘিতে ছেড়ে দিবেন। পরে পাখিগুলো নিয়ে স্থানীয় লোকজনসহ দিঘিতে অবমুক্ত করেন। এসময় পাখি ও বাচ্চা গুলোর কিচিরমিচির শব্দে সবাইকে মুগ্ধ করেন।
উপস্থিত লোকজন এমন মানবতার জন্য ওসমানকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শীতের সময় আসলে অতিথি পাখিদের মেলা বসে লস্কর উজির দিঘীতে। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসলেও, শীতের সময় শেষে এই অতিথি পাখিগুলো নিজ নিজ দেশে চলে যান।
তবে কিছু পাখি হয়তো এখানে থেকে যান। তাদের এই দেশের আবহাওয়া ও পরিবেশ ভালো লাগে। তাদের মধ্যে হয়তো এই উদ্ধার হওয়া অতিথি পাখিগুলো এখানেই ছিলো।
তিনি উদ্ধার করা পাখিগুলো দিঘিতে অবমুক্ত করে দেওয়ার জন্য ওসমানতে ধন্যবাদ জানান।