খবরাখবর

কাপ্তাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রনে আনসার ভিডিপি সদস্যরা

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়কের ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা।

শনিবার (১০ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ এমরান হোসেন জানান, গত ৭ তারিখ থেকেই কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দিরের নিরাপত্তা, মানুষের ঘরবাড়ি নিরাপত্তায় বিভিন্ন এলাকায় অবস্থান করে ডিউটি পালন করছে আনসার সদস্যরা। পাশাপাশি সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনেও তারা কাজ করছে।

এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকায় ৮ থেকে ১০ জন আনসার ভিডিপি সদস্য কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

Related Articles

Back to top button