খবরাখবর

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফটিকছড়িতে যানযট নিরসনে শিক্ষার্থীরা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি: ঝড় বৃষ্টি উপেক্ষা করে ফটিকছড়িতে যানযট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা।

১১ আগষ্ট সরেজমিনে দেখা যায়, অঝোর ধারা বৃষ্টির মাঝেও উপজেলার নাজিরহাট ঝংকার মোড়, নাজিরহাট বাজার, নাজির নতুন রাস্তার মাথা, বিবিরহাট বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে যানযট নিরসনে কাজ করছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঝড় বৃষ্টি উপক্ষো করে এবং প্রখর রোদেও
মুখে বাশিঁ, হাতে লাঠি, কপালে বুকে জাতীয় পতকা বেঁধে, ছাতা নিয়ে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের যানযট নিরসন করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আকরাম, এয়াকুব, মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঝড় বৃষ্টির মাঝেও ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করছেন।

নাজিরহাট ঝংকার মোড়ে প্রতিনিয়ত যানযট লেগে থাকত। দীর্ঘ যানযটে চরম দুর্ভোগ পোহাতে হত। ছাত্ররা যানযট নিরসনে কাজ করছে বলে আজ কোন যানযট নাই। বিনা অভিজ্ঞাতয় যানযট নিরসনে তারা যে কাজ করছে সত্যিই প্রশংসার দাবীদার।

যানযট নিরসনে দায়িত্বরত আসিফ,সিয়াফ, আমির খান, রুহান, তুহিন বলেন, দেশপ্রেমে জাগ্রত হয়ে আমরা এ দায়িত্ব পালন করছি। আমাদের ভাল লাগছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে আইনশৃঙ্খলা পরিবেশ ভেঙে পড়ে। থানায় নেই পুলিশ। সড়কেও দায়িত্বে নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় যানযট নিরসনে এগিয়ে আসে শিক্ষার্থীরা।

Please follow and like us:

Related Articles

Back to top button