খবরাখবর

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত, শতাধিক পরিবার পানিবন্দী

খাগড়াছড়ি প্রতিনিধি: টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির নির্মাঞ্চল প্লাবিত। পানিবন্দী শতাধিক পরিবার।

সপ্তাহখানিক ধরে ভারী বর্ষণে পাহাড়ী ঢলে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।

মঙ্গলবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।

গত দুই মাসের ব্যবধানে ৩বার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা।

এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমিতে পানি ওঠতে শুরু করেছে।

চেঙ্গী, মাইনি, নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।

ইতোমধ্যে এলাকার আশেপাশে আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে স্থানীয় লোকজন।

Please follow and like us:

Related Articles

Back to top button