খবরাখবর

কাপ্তাই ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে চলে আসতে প্রচারণা

কাপ্তাইয়ে খোলা হল ১৬টি আশ্রয় কেন্দ্র

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: টানাবর্ষণে পাহাড় ধস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (২১ আগষ্ট) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় বিভিন্ন সরকারি অফিসার, রেড ক্রিসেন্ট টিম, ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ইউএনও জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ে পাহাড় ধস ও প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে আশ্রয় গ্রহনকারী মানুষের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া কাপ্তাই তথ্য অফিস এবং রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচার প্রচারণা করেছে।

সেইসাথে কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক অফিসার দায়িত্বে রয়েছে।

সেইসাথে জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাই যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদের নিরাপদ আশ্রয়ে চলে আসতে অনুরোধ করা হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে পাহাড় ধসে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button