উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও মাসকলাই বীজ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় উপজেলার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও মাসকলাই বীজ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া, সিরাজগঞ্জের আয়োজনে,
বুধবার (২৮ জুলাই) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত বিনামূল্যে মাশকালাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জে উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর।
এবং সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
উক্ত মাশকালাই- বীজ বিতরণ শেষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন এর সমাপনী ও প্রশিক্ষণ শেষে বীজ ও চারা বিতরণ করেন।
এসময়ে উল্লাপাড়া উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম সহ অন্যান্য কৃষিউপসহকারীগন এবং সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।