ফটিকছড়িতে শিবিরের সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পূর্বের ছাত্রশিবিরের সভাপতি রাশেদ চৌধুরীকে দুুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন জামায়াত নেতৃবৃন্দ।
(৩০ আগস্ট) সন্ধ্যায় ফটিকছড়ি নাজিরহাট ঝংকার মোড়ের পূর্ব পাশ থেকে তাকে তুলে নিয়ে দুর্বৃত্তরা পূর্বে দিকে চলে যায় বলে জানা গেছে।
জানা যায়,আজকে ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনের অতিথি হিসেবে রাশেদু চৌধুরী আসেন।
কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা সাতটার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে গেলে সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা ৷
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা নাজিরহাট ঝংকার মোড় অবরোধ সৃষ্টি করে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও নাজিরহাট-দরবার সড়কে শত শত ঝানবাহন আটকে পড়ে। পরে তাকে উদ্ধার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে রাশেদ চৌধুরীকে উপজেলার জাপতনগর থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাঈল গনী। পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।