খবরাখবর

সিরাজগঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব, মাদক নির্মূল, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগ‌ঞ্জ নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন।

তিনি  মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে বলে জানান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই  মিট দ্য প্রেস অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উপরোক্ত কথাগুলো বলেন ।

পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ জরুরি।

পুলিশ ও সাংবাদিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সিরাজগওঞ্জ নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করব।

সেখানে আমাদের সকলের উচিত দেশের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্ব বজায় রেখে মানুষকে সেবা প্রদান করা।

উক্ত মতবিনিময় সভায়  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ইসরাইল হোসেন বাবু  প্রমুখ।

এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিকস  মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button