খবরাখবর

সিরাজগঞ্জজেলায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট কর্মসূচির নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) জলবায়ু অভিবাসী বা নতুন দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ যুব কর্মস্থান / মার্কেট লিংকেজ করার উদ্দেশ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ  পৌর শহরের মুক্তি যোদ্ধা সংসদের  (তৃতীয় তলায়) ইডিপি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, সিরাজগঞ্জে  ব্র্যাক  আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) সিরাজগঞ্জের বাস্তবায়নে নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,  ব্র্যাক  আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেটওয়ার্কিং সভা উদ্বোধন করেন  বিসিক সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।

এসময়ে উপস্থিত ছিলেন, ইডিপি সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক আবু জাফর খান প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক  আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি  প্রোগ্রাম অর্গানাইজার মোছাঃ কল্পনা খাতুন, কষিবিদ সুলতানা মাহমুদা।

ব্র্যাক  আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,  থেকে বিভিন স্কিল প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষনার্থীরা  ও বিভিন্ন কমিউনিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button