খবরাখবর

বন্যায় মানুষের মাঝে ভ্রাতৃত্বের ও ঐক্যের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে: কাজী নাজিমুল

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক(উপ-সচিব) কাজী নাজিমুল ইসলাম বলেছেন, বন্যা দেশের জন্য ক্ষতি বয়ে আনলেও এ বন্যায় মানুষ মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ভ্রাতৃত্বের ও ঐক্যের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।

ইউনিসেফ একটি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন। তারা শিশুদের নিয়ে কাজ করে। ফটিকছড়ির বন্যাদুর্গত এলাকার শিশুদের জন্য তাদের এ উদ্যেগকে স্বাগত জানাচ্ছি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় ফ্যামিলি কিটস বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, ওয়াহিদুল আলম ও ঊর্বশী দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বক্স বিতরণ করা হয়। প্রতি বক্সে ব্যবহৃত ৯টি পদের সরঞ্জামাদি প্রদান করা হয় শিশুদের জন্য।

Please follow and like us:

Related Articles

Back to top button