কবিতা
আমার মায়ের আঁচল
মুহাম্মদ মাসুদ রানা:
মায়ের আঁচল শান্তি শীতল
থাকতে সদা চাই
একটু যখন আড়াল হলে
মাকে খুঁজি তাই।
মা’ কথাটি মধুর রে ভাই
ডাকতে ভালো লাগে
সুখে-দুঃখে মায়ের কাছে
কত ইচ্ছে জাগে।
কর্ম জীবন অবশেষে
বাড়ি ফিরি যখন
মায়ের মুখের হাসি দেখে
দুঃখ ভুলাই তখন।
মায়ের মতো নেই রে আপন
এই যে জগৎ জুড়ে
ভালোবাসি মাগো তোমায়
সহস্র প্রাণ ভরে।
মায়ের মুখে মধুর হাসি
সদা থাকে যেন
সেই কামনা করি আমি
হতাশ হবো কেন?
Please follow and like us: