খবরাখবর

ফটিকছড়িতে বন্যার্তদের পূনর্বাসন সহায়তা দিলো সেনাবাহিনী ও বিদ্যানন্দ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন,২৪ আরটিলারি ব্রিগেড, ৩২ ফিল্ড রেজিমেন্টে ও বিদ্যানন্দন ফাউন্ডেশন।

এ উপলক্ষে সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক টাকায় বাজার,পুনর্বাসন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অভিনব এ বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এক টাকার এই বাজার থেকে ৫শ পরিবার পণ্য সংগ্রহ করে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্য।

এছাড়াও ৬০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য সার ও বীজ বিতরণ সহ ৮শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম, জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, ফটিকছড়ির এসি(ল্যান্ড) মো: মেসবাহ উদ্দিন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো: জামাল উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button