খবরাখবর

মসজিদ-মাজারে হামলা করে ইসলাম প্রতিষ্টা সম্ভব নয়

ফটিকছড়িতে আহলে সুন্নাতের বিশাল প্রতিবাদ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আহলে সুন্নাতওয়াল জমাতের বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, যুগে যুগে ইসলাম ধর্ম প্রচারে পীর দরবেশ আউলিয়া কেরাম এই উপমহা দেশে এসেছেন। যুগে যুগে এই সব পীর আউলিয়া কেরামের মাজার দরগাহ মুসলিমসহ সকল জাতির মানুষ জেয়ারত পড়ে।

বিপদগ্রস্থ মানুষ পীর আউলিয়ার দরবারে প্রশান্তি খুজে। যুগে যুগে এই সব পীরদের নামে মসজিদ, মাদ্রাসা গড়ে উঠেছে। সেখানে থেকে ইসলামের শান্তির বানী প্রচার হয়। সে সব মসজিদ-মাদ্রাসা -মাজারে সরকার পরিবর্তণের পর একদল দুষ্কৃতিকারী হামলা করছে প্রকাশ্যে ঘোষনা দিয়ে। এমনকি অনেক স্থানে অগ্নি সংযোগও করেছে।

এভাবে মসজিদ-মাদ্রাসা-মাজারে হামলা করে এদেশে ইসলাম প্রতিষ্টা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান।

শনিবার বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত লিয়াঁজো কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মসজিদ-মাজার-মাদ্রাসায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি ছিলেন সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা (মাঃজিঃআ)।

আল্লামা হোসাইন আহম্মদ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আব্দুল শাকুর আনসারী, আল্লামা এনাম রেজা কাদেরী, আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক হাফেজ হেলাল উদ্দিন, আবু আহমেদ সওদাগর, অধ্যক্ষ সৈয়দ হাফেজ আহমেদ,জননেতা মাওলানা এম আবুল মনচুর, এম ফরিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা কাজী ওমর ফারুক আজমী, মাওলানা জাফর কামালী, সচিব মাষ্টার নোমানুর রশিদ, যুগ্ম মহা সচিব শহিদুল্লা কায়সার, মাষ্টার আবু হানিফ রিপন, এস এম নাছির উদ্দিন, অর্থ সচিব এস এম মফিজুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নানুপুর বাজার, আজাদী বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Please follow and like us:

Related Articles

Back to top button