খবরাখবর

সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: “শান্তির জন্য সংস্কৃতির চর্চা ” এই শ্লোগান  সামনে রেখে সিরাজগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসসেস-সিসিডিএসএর উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা,  র‍্যালী, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১০টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফু  ইসলাম ইন্না, রায়গঞ্জ উপজেলা  শিক্ষা অফিসার আপেল মাহমুদ, এমডিও নির্বাহী পরিচালক মাসুদ আহমেদ রোকনী।

অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, মল্লিকা ছানাউল্লাহ আনসারী স্কুলের  প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইন্জিনিয়ার সুবল পোদ্দার, পিডিবি হাই স্কুলে সহকারী শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, এছাড়াও আরো উপস্থিত উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো.হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জ আইপি  টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আন্তর্জাতিক  শান্তি  দিবস উদযাপন কমিটির আহবায়ক  জুবায়ের জিকো, অনুষ্ঠানের প্রধান অতিথি  হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষী ও সকল পর্যায়ের অংশীদারগণকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।

তিনি  আরো বলেন  বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে পারিবারিক শান্তি নিশ্চিত করতে হবে।

২১ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে সম্প্রীতি এবং সদ্ভাব বজায় রাখা।

আলোচনা সভা শেষে প্রশ্নোত্তর  প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়। পরে সিরাজগঞ্জ প্রেসক্লাব সামনে  র‍্যালী প্রদর্শন করা হয়।

এ শান্তি দিবস উপলক্ষে  আয়োজিত প্রশ্নোত্তর  প্রতিযোগীতায়  জেলা সদরের সবুজ কানন স্কুল এন্ড কলেজ, পিডিবি  উচ বিদ্যালয়, ও ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please follow and like us:

Related Articles

Back to top button