খবরাখবর

টিআইবি’র আয়োজনে দুইদিনব্যাপী মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ফারুক আহমেদ, ধর্মপাশা: বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সুশাসনের চ্যালেন্স গ্রহণ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে দুইদিন ব্যাপি মফস্বল সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

(২১সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার মাইডাস সেন্টারে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

বাংলাদেশ ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল তার নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রথম দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচীতে টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশনের পরিচালক তৌহিদুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষক ছিলেন, ক্লিন এর নির্বাহী প্রধান হাসান মেহেদী, দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদ, এনার্জি গভর্নেন্সের কোঅর্ডিনেটর (টিআইবি) নেওয়াজুল মওলা প্রমুখ।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের কয়েকটি জেলা ও উপজেলা থেকে ৩০ জন কর্মরত মফস্বল সাংবাদিক অংশগ্রহণ করেছে।

আজ (২২সেপ্টেম্বর) রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই প্রশিক্ষণ কর্মসূচির পরিসমাপ্তি হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button