আমার ক্যাম্পাস

চাকুরী জাতীয়করণে ১ দফা দাবিতে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: চাকুরী জাতীয়করণ দাবি আদায়ের লক্ষ্যে একদফা দাবি নিয়ে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সিরাজগঞ্জের বেসরকারি স্কুল- কলেজ, মাদ্রাসা শিক্ষক -কর্মচারীরা এক প্রস্তুতিমূলকসভা করেছে।

এসময় সভায় শিক্ষক ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, রবিবার ( ২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিক সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস।

এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখা’র আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক আবু হাসিম তালুকদার।

প্রস্তুতিমূলক সভা পরিচালনা করেন, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মআহবায়ক সহকারী অধ্যাপক আসলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল বারি তালুকদার, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়কও কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক ওহিদুজ্জামান মীনু, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম- আহবায়ক সহকারী অধ্যাপক আল মামুন প্রমুখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, নিমগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মওলানা ভাসানী ডিগ্রী কলেজের উপাধক্ষ্য আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম, মওলানা ভাসানী ডিগ্রী কলেজের প্রভাষক সুমিলা রহমান, হিলফুল ফুযুল মডান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা, খাগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলী, সলংগা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লিটন খন্দকার, সিমলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোহরাব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তাগণ বলেন , আমাদের চাকুরি জাতীয়করণ করার একদফা, এক দাবি আদায়ের লক্ষ্যে আজকে এই প্রস্তুতিমূলক সভায় আয়োজন করা হয়। আমাদের ন্যায্য দাবী সরকার অবশ্যই মেনে নেবে বলে আশা করছি ।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য বলেন,
সমিতি যার যার জাতীয়করণ সবার, তাই মতের ভিন্নতা ভুলে সবাই এক কাতারে আওয়াজ তুলি আমাদের দাবি মানতে হবে, মেনে নাও।

বাকশিস এর কেন্দ্রীয় সিদ্ধান্ত জাতীয়করণের দাবি নিয়ে যে সংগঠন ঢাকায় আগামী মহাসমাবেশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা তাদের সাথে একমত পোষনসহ রাজপথে একাত্ম প্রকাশ করবো ও সক্রিয় ভাবে অংশ গ্রহন করবো ইনশাল্লাহ।

Please follow and like us:

Related Articles

Back to top button