কবিতা

চলো পাঠশালাতে যায় | যুবরাজ দাশ

যুবরাজ দাশ: 

আয়রে সখা সবে মিলে –
পাঠশালাতে যায়,
পাঠশালাতে হবে মজা –
তাইরে নায়রে নায়।

মাষ্টার মশাই শিখিয়ে দেবেন –
না পারলে পড়া,
খুশি মনে পড়বো সবাই –
নানান রকম ছড়া।

পাঠশালাতে বন্ধু হয়ে –
কাটবে খুশির বেলা,
পড়ার ফাঁকে সবে মিলে –
করবো খেলা-ধুলা।

আনন্দেতে থাকবো সবাই –
করবো না মুখ ভারী,
ছুটির ঘন্টা বাজবে যখন –
ফিরবো সবে বাড়ি।

যুবরাজ দাশ

Please follow and like us:

Related Articles

Back to top button