খবরাখবর

রাউজান হলদিয়া আহলে সুন্নাতের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা

মসজিদ, মাজার ও জুলুসে হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী

রাউজান: ভারত মুম্বায়ে মহানবী (দ.) এর অবমাননা, আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা বিনষ্ঠ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে এবং আউলিয়ায়ে কেরামের মাজারে হামলার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আমিরহাট বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মহানবী হয়রত মুহাম্মদ (দ.) পুরো মানবজাতির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। মহানবীর নামে কোন কটুক্তি শুধু ধর্মপ্রাণ মুসলমান নয় বরং কোন মানুষই সহ্য করতে পারে না।

মহানবীর বিরুদ্ধে কটুক্তিকারী রামগিরি মহারাজের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কূটনৈতিক চ্যানেলে ভারতকে কড়া বার্তা দিতে আহবান জানান বক্তারা।

পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদসহ দেশব্যাপী মসজিদ নিয়ে কতিপয় দলের রাজনৈতিক যুদ্ধংদেহী আচরণে মসজিদের পবিত্রতা ও সম্মানহানির দাবি করে তাদের বিরুদ্ধে আইনী প্রতিকার চেয়েছেন বক্তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম বর্ণ ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসস্থল। ভিন্ন মতের কেউ যেন ফৌজদারি অপরাধ না করে সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদী দেশব্যাপী যেসব মাজার মসজিদে হামলা, অগ্নিসংযোগ করেছে তার বিরুদ্ধে সরকারের কোন স্পষ্ট বক্তব্য ও অবস্থান নেই। সরকারকে অবিলম্বে এসব ফৌজদারি অপরাধের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে বিচার নিশ্চিত করতে হবে।

ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠীদমনে সরকার নতজানু নীতিতে চললে সূফিবাদে ধর্মপ্রাণ জনতা ঢাকা মার্চ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।

আহলে সুন্নাত রাউজান উপজেলা উত্তরের সাধারন সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারীর সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও মাওলানা মোরশেদ রেযার যৌথ সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাধারণ সম্পাদক জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী (মু.জি.আ)।

উদ্বোধনী বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা আলী সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আহমদ হোসাইন রেজভী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম নঈমী।

আলোচনায় অংশ গ্রহণ করেন আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার রেজভী, মাওলানা এস এম আলী আকবর তৈয়বী, মাওলানা তসলিম উদ্দিন, মাওলানা মনছুর উদ্দিন নেজামী, মাওলানা মুহাম্মদ জাফর আলম নুরী, মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার, অধ্যাপক নুরুল হুদা, মুহাম্মদ ইছমাইল, মাওলানা এস এম লুৎফুর রহমান, মাওলানা মুহাম্মদ হাসান আলী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম রেজভী, নেজাম উদ্দিন তৈয়বী, মুহাম্মদ হাসেম কন্ট্রাক্টার, যুবনেতা আলমগীর হোসেন, জাহেদ উল্লাহ ফারহান, সাখাওয়াত হোসেন সুমন, যুবনেতা নুরুল হায়দার, সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন, মুহাম্মদ মমতাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসাইন, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ সাহাবু সিকদার, মুহাম্মদ পারভেজ, আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ শহীদুল্লাহ কায়ছার, মুহাম্মদ শাহ জালাল, মুহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ জমির হোসাইন সানি, মাওলানা নাছির কাদেরী, মাওলানা তাজ উদ্দিন রেজভী, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, মুহাম্মদ বাহাদুর, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ ওসমান আলী, এইচ এম আফাজুর রহমান, মুহাম্মদ আমান হোসেন সাকিব, হাফেজ মুহাম্মদ তসলিম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে বিশ্বমুসলিমের কল্যাণ কামনায় মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button