স্বাস্থ্য

সিরাজগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: জলাতঙ্ক নির্মূল প্রয়োজন, সকল প্রতিবন্ধকতা নিরসন এই প্রতিপাদ্য নিয়ে,  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ  জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে।

শনিবার (২৮) সেপ্টেম্বর বেলা ১০টায়  জেলা প্রাণিসম্পদ  অফিসের সন্মুখ হতে জেলা প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা – কর্মচারীদের নিয়ে সিরাজগঞ্জ পৌরএলাকার  কাজিপুর মহাসড়কের ভাসানী মোড় (সমাজকল্যাণ মোড়), এলাকায় র‍্যালি  প্রদক্ষিণ করে এসে জেলা প্রাণিসম্পদ অফিসে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ দিবস  অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন এবং  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে. এম. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, রাজশাহী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ সোহেল আলম খান, সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক  ডাঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন     সিরাজগঞ্জ সরকারি মুরগী উন্নয়ন খামার  পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার শারমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, তাড়াশ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

এ দিবসটিতে আলোচনাসভায় জলাতঙ্ক রোগের উপর গুরুত্বপূর্ণ  আলোচনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, বেলকুচি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান নবী, শাহজাদপুরের ডাঃ মোঃ বেল্লাল হোসেন, কাজিপুরের ডাঃ সাইফুর রহমান, রায়গঞ্জের ডাঃ মোঃ আলমগীর কবির, বেলকুচি ডাঃরায়হান নবী, তাড়াশের ডাঃ মোঃ আমিনুল ইসলাম এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Please follow and like us:

Related Articles

Back to top button