খবরাখবর

রাসুল (দ.) অবমাননা মেনে নেবেনা সুন্নী জনতা

ফটিকছড়ি প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জমাতের মহা সচিব ও সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মছিহু দৌল্লা।

বলেছেন, বিশ্ব শান্তির দুত হযরত মুহাম্মদ মোস্তফা (দ) এর নামে কোন প্রকার অবমাননা। মেনে নেবেনা সুন্নী জনতা।

আহলে সুন্নাত ওয়াল জমাতের।ব্যানারে দেশ ব্যাপী প্রতিবাদী আন্দোলন চলছে। এবং সেটি অব্যাহত থাকবে ভারতে রাসূলুল্লাহ (দ) র নামে কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে যতক্ষণ গ্রেফতারের করা না হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর একদল দুর্বৃত্ত পীর আউলিয়ার মাজারে হামলা করছে। মসজিদের খতিবদের বের করে দিচ্ছে।

স্কুল কলেজ মাদ্রাসার প্রধানদের জোর করে বের করে দেয়া হচ্ছে। এসব নৈরাজ্য বাংলার সুন্নী জনতা কখনো মেনে নেবে না। অনতি বিলম্বে এসব বন্ধের দাবী জানান অন্তবর্তীকালীন সরকারের কাছে।

তিনি গতকাল ফটিকছড়ির ধর্মপুরের দুল্লুপের বাড়ী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (দ) মাহফিলে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।

উপাধক্ষ্য মাওলানা আবদুস শাকুর আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা নাসির উদ্দীন আল কাদেরী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা সালাউদ্দীন, মাওলানা আবু বকর, মাওলানা জিয়াউর রহমান আল কাদেরী, মাওলানা সিরাজ দৌল্লা সাজিদ, হাফেজ জসিম উদ্দীন প্রমুখ।

Please follow and like us:

Related Articles

Back to top button