খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুল সংলগ্ন খুমপুই রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নানের সঞ্চালনায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসাইন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,
জেলা প্রকাশনা সম্পাদক ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো: ইউসুফ, সদর উপজেলা আমির ইলিয়াস।
ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মাইন উদ্দিন ও জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার। মতবিনিময় সভায় জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত আজকের এই নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দ্বীন প্রতিষ্ঠায় জনগণের মতামতের সরকার গঠন হলে গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালিত হবে।