খবরাখবর

হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৭ম বার্ষিক ওরশ শরীফ মহান ১৬ আশ্বিন ১ অক্টোবর মঙ্গলবার ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,খতমে তাউয়াল্লাদ শরীফ,মিলাদ মাহফিল,সেমা মাহফিল,তাবরুক বিতরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

ওরশ শরীফে উপস্থিত ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি ,ফরহাদাবাদ দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী,মতি ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ আনোয়ার শাহ,শাহজাদা মনজুরুল আলম শাহ,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য
শেখ মাকসুদুর রহমান দুলাল ও এইচ এম জসিম উদ্দিন জিকো,ঢাকার শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামী,সূর্যগিরি আশ্রম অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই,যাকাত জনকল্যাণ তহবিল এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন,শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের সাংগঠনিক সমন্বয়কারক মোহাম্মদ আলমগীর আলম ও মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
মীর শফি উল্লাহ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল হক,জিয়াউল হক মামুন,রেজাউল করিম লিটন,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ আজগর আলি,আলি নেওয়াজ,মোহাম্মদ এয়াকুব,মোরশেদুল আলম,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,নাজিম উদ্দিন,মোহাম্মদ লিটন প্রমুখ।

মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন
সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম,মোনাজাত পরিচালনা করেন উম্মুল আশেক্বীন মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ আবুল কালাম।

সেমা মাহফিল পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল। মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ দেলোয়ার,আরমান উদ্দিন,আবু বকর,হাফেজ সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

Please follow and like us:

Related Articles

Back to top button