সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ সিরাজগঞ্জ শিশু পরিবারে অনুষ্ঠিত হয় এবং কওমী জুট মিলস হাইস্কুলে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিরাজগঞ্জের আয়োজনে সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় হতে দুপুর ২ টা পর্যন্ত সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে সাঁতার প্রতিযোগিতা , কাবাডি সরকারি শিশু পরিবার আবাসিক মাঠ, দাবা প্রতিযোগিতা করার পর কওমী জুট মিলস উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
দিনব্যাপী উক্ত খেলা পরিচালনা করেন, বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ। এতে অংশ গ্রহণ করে, সিরাজগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দল সমূহ। কাবাডি খেলায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়।
দাবা খেলায় বড় বালক সবুজ কানন উচ্চ বিদ্যালয়, ছোট বালক ভিক্টোরিয়া হাই স্কুল, বড় বালিকা সবুজ কানন উচ্চ বিদ্যালয়,সাঁতার প্রতিযোগিতা সাফল্য হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়।
এসময়ে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম , কওমী জুট মিলস স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলাওয়ার হোসেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম,হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কফি সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুলের ক্রীড়া শিক্ষক জনাব হাফিজুল ইসলাম,হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামীম আরা লাজ , ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন, কওমী জুট মিলস স্কুলের ক্রীড়া শিক্ষক হাসান জাহিদ ইকবাল , সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নন্দিতা দাস, সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রওশন আরা , মিরপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোতাহার আলী ও অন্যান্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ, শিক্ষার্থীরা ।