খবরাখবর

রাঙ্গুনিয়ায় দুইদিনে ১৬২ পূজা মন্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনী

নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি: বুধবার (৯ অক্টোবর) ষষ্টীর মধ্যে দিয়ে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।

এই উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোমবার ও মঙ্গলবার দুইদিনে ১৬২ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

তাঁরা পূজার সময় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স-৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের ক্যাম্প-কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন ” সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। ” মন্ডপ পরিদর্শনে সাথে ছিলেন রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব ও ক্যাপ্টেন ফাহিম।

পূজা মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামরা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। গুজব যাতে ছড়িয়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা চলাকালীন টহলে থাকবে সেনাবাহিনী। মাদকের ব্যাপারে সেনাবাহিনী কঠোর হুশিয়ারি দিয়েছেন। উৎসবমুখর সর্বোচ্চ সতর্কতার সাথে পূজা উদযাপন করতে সেনাবাহিনী সজাগ রয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button