কাপ্তাইয়ে এইচএসসিতে পাশের হার ও জিপিএ-৫ কমেছে
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি): ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় মোট ৫০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। যেখানে গত ২০২৩ সালে পাশের হার ছিল ৭৫ শতাংশ।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসির ফলাফলে কাপ্তাই উপজেলাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮শত ৩৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো।
তৎমধ্যে কর্ণফুলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে সর্বমোট ৬শত ৭৩ জন শিক্ষার্থীর অংশ নিয়ে পাশ করেছে ২ শত ৫৬ জন। পাসের হার ৩৮.০৩%। এই প্রতিষ্ঠান হতে কেউ জিপিএ-৫ পাইনি।
এদিকে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে ১শত ৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন। অথাৎ পাসের হার শতভাগ। এবং ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান জানান, গতবছরের তুলনায় কাপ্তাই উপজেলায় পাশের হার ও জিপিএ-৫ কমেছে।
আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের আরো মনযোগী হয়ে ভালো করে লেখাপড়া করতে হবে বলে তিনি জানান।