খবরাখবর

বেনাপোল সীমান্ত থেকে ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার

সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ডোবা পানির কোয়া থেকে ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দৌলতপুর সীমান্তে একটি পুকুর থেকে পরিত্যক্ত ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তে রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে পঁচা পানির কোয়ায় ফেন্সিডিলের চালান মজুত করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোয়া থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন,উদ্ধারকৃত ফেন্সিডিল এর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button