কবিতা
সাদা মনের মানুষ | মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
সাদা মনের মানুষগুলি
সদা থাকে সৎ
দুষ্টু চক্রের ধারে না রই
একা চলে পথ।
সবার সাথে খুব সহজে
মিলেমিশে থাকে
সুখে-দুঃখে আপন হয়ে
সমান চোখে দেখে।
- মিথ্যা কথা কয়না কভু
নম্র হয়ে চলে
বলতে গেলে কোনো কথা
হাসি মুখেই বলে।
ইবাদতে মগ্ন হয়ে
ব্যস্ত থাকে সর্বদা
নিত্য ঘরের কাজে-কর্মে
বজায় রাখেন সমতা।
কথা-বার্তায় দেয় না তাঁরা
কারোর মনে কষ্ট
সমাজে পাই এতই সম্মান
সবার কাছে শ্রেষ্ঠ।
Please follow and like us: