হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যাবসায়ীকে ৭হাজার টাকা জরিমানা
সুমন পল্লব, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যাবসায়ীকে জরিমানা করেছে।
সোমবার (২১অক্টোবর) দুপুরে উপজেলা পৌর সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন
এ সময় ব্যাবসায়ী মোঃ এনাম ২হাজার বদিউল আলম ১হাজার নুরুল আজিম ১হাজার,মোহাম্মদ হোসেন ২হাজার মোঃ হেলাল ১হাজার টাকা সহ মোট ৭হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন,উপজেলা পৌরসদর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা কালে মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ বিহীন পণ্য বিক্রয় এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৭হাজার টাকা জরিমানা করা হয় ও বিক্রয় মুল্যের রশিদ সংরক্ষন করার জন্য বল হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার ( ভূমি) মেহেরাজ শারবীন, কৃষি অফিসার মোঃআল মামুন শিকদার ও প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুজন কানুনগো , আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।