ফটিকছড়িতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে ২১ মামলা
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের ধারাবাহিকতায় বিভিন্ন বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় ২১ টি মামলায় মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার ভুজপুর থানার আওতাধীন বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও একইদিন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সহযোগিতায় ন্যায্য মূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- উপজেলার ভুজপুর থানার আওতাধীন বিভিন্ন বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা কর ২১ টি মামলায় ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে ন্যায্য মূল্যে ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছি।
উপজেলা প্রশাসন এর উদ্যোগে ডিম ও সবজি বিক্রির কার্যক্রম চলমান থাকবে। একইসাথে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।