খবরাখবর

পণ্যমূল্য বেশি ও মূল্য তালিকা না রাখায় কাপ্তাইয়ে দুই দোকানীকে জরিমানা

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: পণ্যমূল্য বেশি রাখা এবং মূল্য তালিকা না রাখার অপরাধে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দোকানীকে ১৩ শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বড়ইছড়ি বাজারের তুষার স্টোরকে পণ্যের দাম বেশী রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৮শত টাকা এবং পোল্ট্রি ব্যবসায়ী মোঃ আব্দুল হককে মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫শত টাকা সহ সর্বমোট ১৩শত জরিমানা করা হয়।

অভিযানে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button