কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এইচপিভি টিকা বিষয়ে সচেতনতামুলক নারী সমাবেশ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাপ্তাইয়ে জরয়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ করা হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) সকালে কাপ্তাই শিল্পএলাকা ও স্বর্ণটিলা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে এইচপিভি টিকা নেওয়া বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনমূলক নারী সমাবেশ হয়।
ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই ফিল্ড সুপার ভাইজার মো.নাছির উদ্দিন উপস্থিত থেকে এইচপিভি টিকা নেওয়ার বিষয়ে সচেতন করে।
তিনি জানান, ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন নয় এমন ১০নথেকে ১৪বছর বয়সী কিশোরী এক ডোজ এইচপিভি টিকা নিতে পাড়বে।
রেজিষ্ট্রেশন করে যেকোন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০শয্যা হাসপাতালে এ টিকা দেওয়া হবে।
এসময় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ খতিব ও ইমাম মাওলানা মো.সলোয়মান, গণশিক্ষা কেন্দ্র শিক্ষক মো.কবির হোসেন ও মো. কাজল উপস্থিত ছিলেন।
ইফা সুপার ভাইজার জানান, মাসব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গণশিক্ষা কেন্দ্রে সচেতনমূলক টিকা বিষয়ে সচেতন করা হবে।